-----
স্বাধীনতা দিবস
নিখিল রঞ্জন বিশ্বাস


দেশ আমাদের স্বাধীন হয়েছে গর্বিত ভারতবাসী
শত শহীদের বলিদান নিয়ে মুখেতে ফুটেছে হাসি ।
বিশ্বযুদ্ধ ক্রমাগত চাপ কোনঠাসা ইংরেজ
উপায় বিহীন চলে যায় রেখে , বিশাক্ত কাটা লেজ ।
শত সহস্র  উদ্বাস্ত হলো চলে যায় ধন প্রাণ
অহিংস আন্দোলনে কংগ্রেসের বাড়লো সম্মান ।
বিদেশী শাষক লুন্ঠন করে গড়েছে তাদের দেশ
স্বদেশী নেতারা কম যায়না তাদের শোষণ ও বেশ ।
চোর জোচ্চর ঠকবাজ যত জুটেছে শাষক দলে                  
ক্ষমতা দখল মূখ্য বিষয় ছলে বলে কৌশলে ।
বছর বছর বেড়েছে মুনাফা নিজেদের তহবিল
লক্ষ হাজার কোটী টাকা জলে কাশ্মীর কার্গিল ।
বর্ডার ডিঙিয়ে আসছে মানুষ এখন ও ত দিনরাত
ভোটের বাক্সে নেতারা মশগুল সইছে এ উৎপাত ।
আইনের ফাঁদে কেঁদে মরে সব ব্যবস্হা সঙ্ঙ্গীন
সবার স্বাস্হ্য ,খাদ্য,বাসা  হয়নি এখনও আসীন ।
স্বার্থপর ,ক্ষমতা লোলুপ অযোগ্য নেতার জন্য
অশিক্ষার ভোটাধিকারে গনতন্ত্র রয়েছে বিপন্ন ।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে গর্বিত সবাই নয়
নাগরিক দায়ভার রাষ্ট্রের কাছেত এখন ও বিস্ময় ।