কাব্যমালা ১০
১)


কাশ্মীর ভারতেই ছিল অর্ধেক তবু দিলো সেতো  ।
চাইলে তখন খুব সহজেই কব্জায় ওকে নেওয়া যেতো ।
জহরলাল থামিয়ে দেন  সৈন্যরা ফিরে আসে  ।
সত্তর বছর জঙ্গী মেরে ও কাশ্মীর আজ নেই পাশে ।


২)


শান্তি চাইনা আমি জ্বলুক কাশ্মীর
রাষ্ট্রসংঘ যতই বলুক উন্নত রাখি শির ।
সম্মান বিশেষ তোমার ,রাখবো তোমায় সুখে
মাথায় করে রাখবো আমরা রাখবো ধরে বুকে
পাকিস্হান জঙ্গী পাঠাক,যতই করুক যুদ্ধ
সেনা বাহিনী মরে মরুক আমাদের আছে বুদ্ধ ।


৩)


ঘরের মধ্যে শঙ্খচূঁড় সঙ্গে সঙ্গে ঘোরে
পোষ মানাতে ব্যস্ত তুমি মন্ত্র পড়ার জোরে ।
শক্ত লাঠি ধরলে হাতে পালায় বিষধর
কাশ্মীর তোমার হবে শান্ত বাঁচবে তোমার ঘর ।


৪)


কাশ্মীরের কোনায় কোনায় লক্ষ্য জাত সাপ
সময় থাকতে ভাঙ্গনি দাঁত এখন তাঁড়াও পাপ ।
সাপেরা জঙ্গলে যাক থাক সেখানে সুখে
আমরা শান্তিতে থাকি সোনার ভারত বুকে ।