কাব্যমালা ১২


১)


যুক্তিতে চলে না মানুষ আবেগেই চলে
তসলীমা নাসরীণ সব সত্যি কথা বলে ।
সত্যি কথা নেবার জন্য হবে কি উদার
দূর করে দাও তবে মানসিক বিকার ।


২)


তসলীমাকে ওরা বড় ভয় করে
কারণ ও যে সত্যি কথা বলে ।
যুক্তিতে ছোঁয়া যাবে না ওকে
তাই মৃত্যুর দর ফোঁকে
বাংলা থেকে তাঁড়িয়েই ছাড়ে
ছলে বলে কৌশলে ।


৩)


প্রগতিবাদীরা যদি তসলীমা পড়ে
বিষাক্ত  ছোবল খানিকটা মরে ।
কিলবিল করে ছানারা বাড়ছে ধীরে
তোমাদের ভুল বুঝবে অচিরে ।


৪)


গীতা পড়ে লাভ হবে না আর
কুরুক্ষেত্রের যুদ্ধ বহু দিন গত
তসলীমা নাসরীণ পড়ো
মূর্খ দিলদার
দূর হবে কিছু অন্ধকার ।