কাব্যমালা ২৫


১)


ফুটবল আর সঙ্গীত বাংঙ্গালীর বড় প্রিয়
বিশ্বকাপ দেখবেই ফেলে কাজ যাবতীয়
উরুগুয়ে ক্যামারুণ কিংবা ব্রাজিল
খেলছে পুচঁকে দেশ জিতছে বান্ডিল
হকি আর ক্রিকেটেই ,খুশী সব ভারতীয় ।


২)


ইহলোক,পরলোক ,বেদান্তদর্শন
নরকের শাস্তি ,ভয়ঙ্কর বিবরণ ।
পাপ,পূণ্য, জন্মান্তর, পূনর্জন্ম, ভয়
স্বামীজীরা এই নিয়ে কাটান সময় ।
পূজা ,অর্চণা, গীতাপাঠ,কীর্তণ ,ভজন
কোটি টাকার সম্পত্তিতে করেন বিচরণ ।


৩)


ইলিশ মাছ ভোট দেবে না ভাজ গরম তেলে
বাংলাদেশী সংখ্যালঘূ নয়ত এলেবেলে ।
ভোটের হিসেব দেখতে হবে
নয়তো তোমার গদীই যাবে
জামাত কিংবা জঙ্গী হোক কেউটে কিংবা হেলে ।