জনৈক কবির আক্রোশ


১]


কচু ঘেঁচু  লতাপাতা খেয়ে হয়েছো বিদ্যের জাহাজ
মাথার তলায় ছিল না বালিস নাছিল ভদ্রস্হ সাজ
বিদ্যে পেটে পুঁটি মাছের
প্রজ্ঞা ফলাও বিরাট গোছের
শিরদাঁড়াটা সোজা কেন হলো  কোথায় রাখিস ভাঁজ  ।


২]
অনাহারে ল্যাংটো হয়ে কেটে যেত দিন
দুচার পাতা বই পড়ে আকাশে উড্ডীন
ফটাস ফটাস তর্ক করো
মানীর মান ধূলায় ভরো
আমি ভালোই জানি তোমার অতীত জমীন ।