কবিতার জন্য


মাঝে মাঝে মনে হয়
হয়তো আর ইচ্ছে মতো
কবিতার শরীরটাকে ঠিক মতো গড়া যাবে না ৷
এলোমেলো চিন্তার বাসী পচা জলে
শব্দের মনি মুক্তো অতলে হারায় ৷
সারাদিন সারা রাত খুজঁতে খুজঁতে
রাজপথ উটকো গলি অন্ধকার ;
কখনও বেপরোয়া রাস্তায় রকবাজ
অশালীন প্রজাপতী মন্তব্য ছুড়ে ছুড়ে
রাস্তার ডানাওলা মেয়েদের পিছু পিছু
কবিতার শরীরের মেদ মাংস রক্ত প্রাণ
গড়ে নিতে ছুটে যাই ৷
কবিতাকে খুজে পেতে
এটম বোমার শব্দ
নদীর মতন বহতা এক বিগলিত নারী
দপদপে বেয়াড়া এক সূর্য্যের সন্ধানে
চব্বিশটা ঘন্টা আমি রাস্তায় কাটাই ৷


-----------------------------


রচনাকাল  9/9/1971 পরিমার্জনা 15/4/2018
-----------------------------