আনবিক বোমার ফর্মূলা


বুঝিনা কবি কবিতা লেখেন
নাকি আনবিক বোমার ফর্মূলা ।
উপগ্রহ কিভাবে পৌঁছুবে শূক্রের
উপবৃত্তিয় কক্ষে;
সতর্ক গোপন ভাষার জালে বন্দী করে
একের পর এক মোলায়েম সংকেত সাজিয়ে
কবি ছুঁড়ে দেন কবিতা ডটকম আকাশে ।
এর মানে উদ্ধার না করে চলো যাই মাপি
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিংবা
নদীর বুকে জোয়ার ভাটার রহস্য
সময়ের তারতম্যের হিসেব ।
কবি সুখে থাক তার মনের অমৃত্তি
দুঃখ বা আবেগ নিয়ে
তার চওড়া হাসি আরো চওড়া হোক ।