প্রকৃতির কোলে


সকালে সূর্য্যের  নরম শরীরে শরীর মাখামাখি করে
কাক শালিখ দোয়েলের পাঠশালা উপছে পড়ে ভীড়
ঘুম ভেঙ্গে উঠোনেতে রোজ শুনি এদের চীৎকার
দুর্বোধ্য সকালটাকে আড় চোখে দেখে বলি তোমাকে দরকার ।
সবুজ মাঠের পরে নিবিড় তন্ময় হয়ে ঘাস খায় গরু
বন্ধু সকালবেলা সুখের শরীরে ওর গড়িয়ে বেড়ায় ।


আমার দুঃখে ভরা দিনলিপি ,কঠিন সংগ্রাম
অনাবিল সুখ ঝরে প্রকৃতির আনাচে কানাচে ;
গাছ পাখি গরু ছাগল কারো মনে দুঃখ নেই
গান গায় ,ভালবাসে ,প্রকৃতির কোলে থাকে সুখের সংসার
অনাদর ,অনটন ,বিদ্বেষ, আমার পেরোতে হবে এদের পাহাড় ।