নকশালবাড়ী


রোজ বিকেলে গান্ধীঘাট বা দক্ষিনেশ্বর
বেকার তরুণ ,যুবক সঙ্গে দূরন্ত কৈশোর;
বাবরি মাথার চুল রুক্ষ কটা ফোলানো
বেল বটম প্যান্ট, জুলফি লম্বা ঝোলানো ৷
মাও সে তুঙ জিন্দাবাদ চীন পথ দেখায়
সমাজকে পাল্টাতে হবে দৃঢ়  প্রতিজ্ঞায় ৷


গানের জলসা রোজ এখানে ওখানে
বিপ্লবের হাতে খড়ি বোমা আর বারুদের ঘ্রাণে
এ পাড়ার ছেলেরা পেটায় ও পাড়ার ছেলে
বোমা ও পাইপগানে রাস্তা ঘাট ছেয়ে ফেলে ;
রাজনীতির স্বার্থে  বাঁধে তুমুল লড়াই
পুলিশভ্যান আসলেই অন্ধকারে অদৃশ্য সবাই ৷


রাত্রী গভীরে ফের বিপ্লবীর দল জড়ো হয়
পরিকল্পনায় পাকা হয় কার মুন্ডু কাটা হবে
কোন শিক্ষককে বাছা হবে কিংবা রেহাই
কোন পুলিশকে দেওয়া হবে উত্তম ধোলাই ৷


প্রশাসন কেঁপে ওঠে রাজ্যবাসী মরে ত্রাসে
সিদ্ধার্থ নিরুপায় কঠিন নির্দেশ আসে ।
বরানগর কাশীপুরে রক্ত গঙ্গা বয়ে যায়
উজ্জল নক্ষত্রেরা ঝরে যায় কলকাতার রাস্তায় ৷


গঙ্গায় ভেসে ভেসে নক্ষত্রের  লাশগুলো
বলে যায় মুক্তির পথই  একমাত্র স্বপ্ন ছিল  ৷