পাংলাভারতবর্ষ


ভারত বাংলাদেশ পাকিস্হান
আমরা গড়বো নতুন তীর্থস্হান
তিন দেশ জুড়ে একদেশ হবে পাংলাভারতবর্ষ ।
সত্তর বছরের হিংসা,যুদ্ধ সীমান্তে সন্ত্রাশ
উদ্বাস্তু ,অনুপ্রবেশ,মেঘের আড়ালে যুদ্ধ
ভাঙ্গতে হবে এই নাগপাশ ।


হিন্দু মুষলমান ভাইভাই হবে থাকবে একসাথে
উন্নয়নই হবে জাতীয় মন্ত্র,
ধর্ম ভাষা সব তন্ত্র
এক পাশে রেখে এগোতে হবে হাতে হাত রেখে ।
শক্তিমান রাষ্ট্র হবে এগিয়ে  সবার থেকে ।
থাকবেনা কারো খেদ থাকবেনা ভেদাভেদ
শিক্ষা স্বাস্হ্য খাদ্যে অধিকার
ভুলে সব জাতপাত
কর্ণ কবচ কুন্ডল হবে
আমাদের জন্ম স্বাধিকার ।


মন্দির মসজিদ গীর্জার নামে থাকবোনা আর সন্ত্রস্ত
স্কুল অথবা স্বাস্হ্যকেন্দ্র গড়বো সুবিধামতো ।
ধর্ম থাকবে ঘরের সীমানায়
থাকবেনা দৈনিক রোজনামোচায় ।
বর্বর ধর্মের জগদ্দল পাথর
ভাঙ্গবো ঠিক বরাবর ।
ধর্মের নামে রক্তক্ষয়
পৈশাচিক অবক্ষয়
বন্ধ করার এসেছে সময় ছুড়ে ফেল ধর্ম গ্রন্থ ।
যেখানে নবীর হাজার ফতোয়া
মানুষ হচ্ছে বিভ্রান্ত ।
পাদ্রী পুরোহিত মৌলবীর জমানা
হয়েছে এখন শেষ ।
শতাব্দী ধরে মানুষকে করেছে নিঃশেষ ।


মানব ধর্ম একটাই শুধু
আর সব নীতির বেড়াজাল
ভন্ড ভেজাল ।
গনতন্ত্রের ধজ্বা উড়িয়ে ধর্ম বিহীন রাষ্ট্র
আমাদের স্বপ্ন সফল করবে পাংলাভারতবর্ষ ।

-----------------