পন্ডীচেরী আশ্রম


অরবিন্দের অমর কীর্তি পন্ডীচেরী ধাম
অনেক দার্শনিক তত্ত্ব বিদগ্ধ লেখনী
সবকিছু ছাপিয়ে যায় মানুষের ভালোবাসা ।
দূর দূরান্ত থেকে আসে শান্তির খোঁজে
দার্শনিক গূঢ় তত্ত্ব কিছু বোঝে বা না বোঝে ।
আশ্রমে ধ্যানমগ্ন ভক্তরা সবাই
সকাল সন্ধ্যায় কাটে ঘন্টা কয়েক ।
ভক্তির পরাকাষ্ঠা নিস্তব্ধ নিশ্চল ।
কী সেই বানী যার জন্য
ছুটে আসা হাজার মাইল ।
ভক্ত এবং কর্মীবৃন্দ ব্যস্ত সবাই
কাজ অকাজ ধ্যান আর আশ্রম বিহার ।
কী সেই বানী যার জন্য ছুটে আসা
নিয়ম মাফিক সব কাজ ফেলে রেখে
সব দায় দূরে ঠেলে এখানে হাজির ।
নেই কোন বানী ,নেই কোন স্তব
এ যেন মন্দির শুধু নিশ্চল নির্বাক ।


তাহলে শ্রী অরবিন্দ কি লিখেছেন এত
সে সব সহজ করে মানুষকে শেখানো যেত ।
ভক্তরা ধ্যান করে ভক্তরা আড্ডা মারে
প্রায় বিনে পয়সায় খাওয়া এবং থাকা ;
আরো কি রহস্য আছে জানে কর্মী বৃন্দ
ভক্তরা শান্তি খোঁজে এবং আনন্দ ।


20/11/2001 লেখা