সন্ধ্যাবেলা
#নিখিলরঞ্জনবিশ্বাস #


সন্ধ্যাবেলা ষ্টেশন রোড ধরে যেতে যেতে
নিজেদের ,অভ্যাগত অতিথির মতো মনে হয় ।
সমস্ত রাস্তাটাই বন্ধুর বিয়ের এক সাজানো প্যান্ডাল ,
সুন্দরী কিশোরী সব রজনীগন্ধার মতো যাচ্ছে ভেসে ভেসে
রাজেশ খান্না পাঞ্জাবী পরে কারা যায় ওদের  পিছনে ।
তিরিশে যৌবন যাবে ভয়ার্ত যুবকেরা মহম্মদ রফি
দেহকে প্রতিভা ভাবে প্রজ্ঞা টলমল করে চোখের কোনায় ।
মেয়েদের চোখগুলো হেসে ওঠে অভিজ্ঞ ঈগল ।
আমাদের ডাকছে কেউ ঈশারায় অন্ধকার গলি  
যেখানে পৌঁছে গেলে পিছোন হয়না আর ।
বিবাহের নিমত্রণ পত্র তুচ্ছ হয়ে যায়
আমাদের ইচ্ছেগুলো ষ্টেশন রোড ধরে
অন্দরমহলে যায় ঢুকে অবলীলা ক্রমে ।


#নিখিলরঞ্জনবিশ্বাস #
রচনাকাল ২৩/১/৭২
পানিহাটী
https://www.facebook.com/panihaty