স্বপ্ন


তোমাদের মধ্য হতে একলা সন্তর্পণে উঠে যেতে চাই
তোমরা নিদ্রায় মগ্ন আমার চলার পথ বড় ম্রীয়মান ।
আড্ডা ,ক্লাব,তাস,জীবনকে সাময়িক সুখ দিতে পারে
আমার চলার পথ দীর্ঘ সুরঙ্গপথ তোমরা পাবে না দেখা
উন্মুক্ত কোলাহলে আমার সাধের স্বপ্ন চূর্ণ হয়ে যাবে ।
মনে যে অনেক ক্ষোভ পূঞ্জীভূত গ্লানি আর তীব্র অপমান
বছর বছর ধরে অকরুণ দাক্ষিন্যে জমা হয়ে গেছে
স্পর্শ করো না স্বপ্ন নিভৃত মনের কোনে ত্রস্ত হয়ে আছে ।
আমাকে উঠতে হবে তাসের টেক্কা সাহেব কবিতায় নয়
সরকারী বড় চাকরী,অর্থ ,প্রতিপত্তির উজ্জল সম্মানে ।


২৫/৪/৭২