স্বর্গ কোথায় আছে


স্বর্গ কোথায় আছে ,কাশ্মীরে ঝীলমের পাড়ে ?
ডাল লেক ,দারুচিনী বনে কিংবা মোগল গার্ডেনে ?
ডালহৌসী পাহাড়ের স্বপ্ন মাখা গ্রাম ,নৈনিতাল
রাণীক্ষেত ,মানালীর রোটাং পাসে স্বর্গ কানন ?


স্বর্গ কোথায় আছে? পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে ?
ছত্রিশ হাজার ফুট বোয়িংএর পেটে সঙ্গে বিমান সুন্দরী
তার হাতে সুরা পান ,হাতে হাতে আইসক্রীম কিংবা বিরিয়ানী
অথবা রেসের মাঠে ,শেয়ারের কারবারে মুনাফা অঢেল
কোথায় শান্তি আছে সুখের অলকানন্দা ,স্বর্গ মন্দাকিনী ?


কেউ তাস খেলে শান্তি পায় ব্রীজ,ফিস কিংবা রামী
কেউ মদ খেয়ে বেসামাল ,কালীঘাট ,খেলে কানামাছি ।
স্বর্গ কোথায় আছে ?সন্ধ্যার হাতীবাগান কিংবা গড়িয়াহাট ?
ডানাকাটা সুন্দরীরা কাজুবাদামের মতো মসৃন পেলব ।


চরাচর ভুলে তুমি সমুদ্রে দিয়েছো ডুব যদি পাওয়া যায় ,
কোথায়ও পাওনি খুজেঁ স্বর্গারোহনের সিড়ি ,স্বর্গ মঞ্জীল ;
চলে গেছ বেনারস ,বৃন্দাবন, হরিদ্বার, পুরী
কোথায়ও স্বর্গ নেই,তৈরী করতে হবে তাকে নিজের চেষ্টায় ।


রমনীর ওষ্ঠাধরে নাভীমূলে কিংবা জংঘা যোনীদেশে
কোথায় কামরূপ কামাখ্যা, স্বর্ণ গুহা ,স্বর্ণ মন্দির ;
সেতারের রাগিনীতে ,রবীন্দ্র সংগীতের ঝর্ণা ধারায়
কোনখানে স্বর্গ আছে তৈরী করো ,খুঁজে নাও সুখের মঞ্জীল ।



বিদ্র : রচনাকাল 14/12/2001 সম্পাদনা 10/5/2018
https://www.facebook.com/panihaty
----------------------------