দুঃখ নেই


বন্যার খবর শুনে
কবিতার খাতা নিয়ে
ছুটে চলে আসি ;
ষ্টেশন চত্ত্বরে
দাঁড়িয়ে চতুর্দিকে
দেখি শুধু জল ।
বসা চোখ ভাঙ্গা মুখ
নিস্তব্ধ নগরী ,সবার অসুখ
অহল্যার মতো বসে
রামের স্পর্শ পাবে
মগ্ন সেই সুখে ।
অচলা নারীর বুকে
পক্ষীরাজ ঘোড়ার উড়াণ ।
সুখের ডুবুরী ওরা
দুঃখের সমুদ্রে থাকে
নিস্তব্ধ প্রাণ ।


দু চারটে কবিতায়
ওদের দুঃখ লিখে হাততালি পাবো
এরকম ইচ্ছে নিয়ে পৌঁছে গেছি
একদল মৃতপ্রায় মানুষের কাছে ।


অথচ আশ্চর্য আমি নিষ্প্রাণ ওদের চোখে
শুধু নীরবতা
এতটুকু দুঃখ নেই
নির্বিকার চোখে জ্বলে
শুধুই হিংস্রতা ।