রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে তুমি আমি
ধুলোমাখা সরোবর নেই আজ,
শাখা-প্রশাখা বিস্তৃর্ণ জলাভূমি
ভরাডুবি ঘটে যায় যাক ।


তলোয়ার ধ্বোনি বাজে কি হোথা
তবে বক্ষ পাজর যাবে মূর্ছা,
বেলোয়ারী জেলখানা
পালাবার উপায় তো নেই ।


যত পারো ধূলো মাখো -
কিছু পারো রেখে দিও
রক্ত রঙ সাদা কেনো আজ ।
বুঝিবার উপায় তো নেই ।


তবু হয়ে যাক, রয়ে যাক
এক আকাশ বাক নির্বাক