বাতাসে গন্ধ-
এমন গন্ধ বায়ু দূষণের জিনিসে নয়।
এমন গন্ধ সরল হৃদয় দগ্ধে হয়,
অভিশাপে হয়, আর্তনাদে হয়,
কষ্টেও হয়,
ক্ষোপেও হয়, হিংস্রতার ঐ তোপেও হয়।
শূন্য পেটের চাপেও হয়, অত্যাচারের তাপেও হয়, জ্বললেও হয় জ্বলালেও হয়।


এমন গন্ধ গো মরার ঐ দেহেতেও নয়,
জলেতে সর্প মরিলেও নয়,
বিষ্ঠাতেও নয়, হারামখেকোর নিষ্ঠাতেও নয়।


এমন গন্ধ নিষ্পাপী চোখের জলেতেও হয়, চামড়া ঢাকা খাঁচার ঐ তলেতেও হয়, দিনমুজুরের ঘামেতেও হয়, কৃষক ভাইয়ের কামেতও হয়.............