ঊর্ধ্বগগন মুখী ছড়িয়ে শাখা প্রশাখা হে বটবৃক্ষ মনে কি পরে তোমার আমার সে কাল??
মৃদ বাতাস নীল আকাশ তোমার আমার মায়া জাল।
বাতাসের বেগ আবেগী দোল ভরেছে তোমারই কোল আমার শিহরা মস্তক পরে।
জোছনার আলোক, জোনাক ধ্বনি স্তব্দ চারপাশ কেটেছে সময় দেখে তারকারাজির খেলা।
মনে কি পরে সেই ঝড়ো রাত বাতাসে হয়েছি কাত রেখেছো আগলে বুকে।
আজ আমি ঝরা পাতা, স্থান শুধুই বৃক্ষতল ।


দর্শন শুধুই সেই দৃশ্যপট একই খেলা নেই আমি পূর্ণ সব বৃক্ষ ডাল নতুন পাতায়।


আজ আমি ঝরা পাতা , ডাকছি অবেলার ডাক।