কেউ ভালবাসেনি
অপূর্ব এক ফুটন্ত গোলাপ, পাবার বাসনা, ছিড়তে গিয়েছি,
নিভৃতে আবেগি চিত্তে শুধুই কাঁটাই পেয়েছি,
কেউ ভালবাসে নি।
নিঃসঙ্গ গগনচারী মন পেয়ে প্রজ্বলিত চাঁদ আলোর খেলায় মেতেছি,
অমানিশার প্রবল স্রোত করে নি মায়া শুধুই জ্বলেছি,
কেউ ভালবাসে নি।
অমানিশার জোনাকি দিয়েছে আশা নিমগ্নতার জোয়ারে ভেসেছি,
সূর্যকিরণে হেসেছে ভূবলয় হৃদয়ে আলো জুটে নি,
কেউ ভালবাসেনি।