উত্তাপ্ত অগ্নি গোলা ছড়িয়ে তার আলো নিদারুণ বয়ে যায়,
সবাই পায় সুখের আভাষ শুধু উত্তাপ লাগে আমার গায়।
দুঃসহ তাপে গর্জে উঠে রক্ত মাংসের দেহ মোর কেঁপে,
স্পর্ধার অভাব প্রকৃত যে স্বভাব আজও দেখি নি মেপে।
পাপের সঞ্চয় দু এক দিনের নয় জমে ধরেছে সর্প ফণা,
বিষাক্ত আজ বাতাস ধরণীর তলে নিশ্বাসে অগ্নিকণা।
প্রতাপের বলে অত্যুগ্র ব্যথা সে করেছে মোরে দান,
তীব্র দাহে দিবস রজনী গলিত দেহ আর প্রাণ।
দিবা রাত্রি কম্পিত জঠর নিঃসৃত হচ্ছে পিত্ত,
হোক না দেহে মহাপ্রলয় হয় যদি প্রায়শ্চিত্ত।