ঝাড়িয়া বাঁধিলে তোমার অলক,
দেখিয়া পারি না ফেলিতে পলক।
লোচন তোমার জ্বলন্ত পাবক,
তিমির হয় নিমিষেই আলোক।
মিলিয়ে সব তুমি এক সুধাকর,
ভাবিয়েছিলেম তোমায় নিয়ে বাঁধিব ঘর।
হঠাৎ এক তম নেমে এল মোর ললাটে,
লহরী উঠিল মোর মন তটিনীতে।
মনে দিয়ে কষ্ট নেত্রে দিয়ে বালি,
চলে গেলে করে দিয়ে বুকটাকে খালি।
খালি বুক নেই সুখ আছে শুধু দহন,
মাঝে মাঝে জ্বলে মন হয় না আর সহন।