অয়ন, ৬-৭ বছর বয়সী একজন কুলি রেল
রাস্তার উপর দাড়িয়ে দুঃখের মাঝে
হারিয়ে ভাবিতেছে:
সবার তো সবই আছে আমার কেন নাই?
না আছে বাবা মা না আছে একটা
ভাই।
কত অয়ন যাচ্ছে আসছে রেল গাড়ি
দিয়ে,
মা বাবা হাত ধরে যাচ্ছে তাকে
নিয়ে।
নিজের চোখে দেখি ঐ মা বাবার
আদর,
নিজের কানে শুনতে হয় আমি নাকি
বাদর।
একা আমি শুয়ে থাকি রেল রাস্তার
পাশে,
বৃষ্টি এলে শরীর আমার জলের উপর
ভাসে।
ছোট আমি দুর্বল আমি নেই শরীরে বল,
তা স্বত্বেও চোখ থেকে ঝড়তে থাকে
জল।
সকাল হলে ক্ষুদা লাগে পেটে চায়
খাবার,
কারো কাছে চাইতে গেলে দেয়
আমায় দাবার।