অয়ন নামের সেই ছেলেটির নয়ন জলে ভাসে,
পাশে থেকে কোকিল পাখি মিটমিটিয়ে হাসে।
অশ্রু সিক্ত নয়ন নিয়ে অয়ন বলে ভাই,
আমার চোখে জল থাকিলেও তোমার কেন নাই?
সঙ্গে সঙ্গে কোকিল পাখি জবাব দিল ভাই,
মুক্তভাবে থাকছো তুমি আমি কেন নাই?
খাঁচার ভিতর লোহার আচার খাচ্ছি আমি বেশ,
ধুকে ধুকে জীবন আমার হয়ে যাচ্ছে শেষ।
আমিও একদিন মুক্ত ছিলাম ঠিক তোমার মত,
সুখ ছিল আমার বুকে তারা আছে যত।
মুক্ত মনে উড়তাম আমি ডানা দুটো মেলে,
ঘরে ফিরতাম শুধুমাত্র রবি ডুবে গেলে।
মনে পরে সেই স্মৃতি শত শত বার,
বাদ যায় না সকাল বিকাল রজনীর আঁধার।
আজ আমি বন্দী জীবন কাটাই খাঁচায় থেকে,
আখির অশ্রু যায় না বুঝা বাহির থেকে দেখে।