অবশেষে খালি হল আমার পূর্ণ ঘর,
আজ থেকে তুই আমার হয়ে গেলি পর।
ভাঙ্গিয়া দোয়ার নিভিয়ে বাতি,
মুহুর্তেই হলি অন্যের সাথী।
চলে গেলি দুর থেকে আরো দুরে,
খুজে পাবি আমায় কোকিলের সুরে।
আকাশ পানে তাকাবি যখন,
বুঝবে আমিই ছিলাম তোর আপন।
উড়ন্ত ঐ মেঘের রাশিতে,
দেখিতে পাবি আমায় ভাসিতে।
রংধনুর আঁকা নিখুত ছবিতে,
আলো জ্বলবে যখন রবিতে,
দেখিতে পাবি আমার মৃদু হাসি,
প্রকাশ পাবে সত্য কত ভালবাসি।