ধন্যবাদ বৃষ্টি তোমাকে অনেক আমার দুর্বলতা প্রকাশের প্রারম্ভে তোমার আবির্ভাবের জন্য।
ধন্যবাদ তোমাকে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধন্যবাদ মজুদ থাকে ঠিক ততটুকুই তোমাকে ধন্যবাদ আমার আখিতে ঝরিত বৃষ্টির কণা তোমার করে নেওয়ার জন্য।


সে লগ্নে পারি নি ঠেকাতে আখির অশ্রু আমি,
পারি নি বুঝিতে আখির অশ্রু কতটা যে দামী।
ভাঙ্গিয়ে সহনের দেয়াল,
হারিয়ে জীবনের খেয়াল।
না আসিতে আষাঢ ও শ্রাবন,
আখিতে আসিলো প্রাবন।
জোয়ারের ঢেউ,
দেখে না কেউ।
আখির মাঝে করে এপাশ ওপাশ,
সবার সামনে হবে ফাস।
মনে ভয় এমন সময়
আকাশ থেকে রোদ ঢেকে
ঝরিল প্রবল বৃষ্টি,
ক্ষনিকের মাঝে বন্ধুর সাজে
ভিজালো আমার দৃষ্টি।
মিশে গিয়ে জল আর জল,
বাড়ালো কষ্টের মনোবল।
কাঁদিলাম উজাড় করে মন,
ইচ্ছে হল যতক্ষন।


বৃষ্টির জল আর অয়নের চোখের জলের রং তো একই । কারো কি বুঝার উপায় আছে কোনটি কার জল।


যদি বৃষ্টি না আসিতো,
অয়নের আখি জলে ভাসিতো।
বুঝতে পারতো সবাই হয়তো কোন কষ্টে আজ অয়নের চোখে জল।
তাই তো বৃষ্টিকে এত ধন্যবাদ অয়নের।