শুয়ে সবুজের বুকে
তাকিয়ে নীল আকাশের দিকে
একটা প্রশ্ন করতে চাই,
দুঃখ বিহীন এক বিন্দু সুখ কোথায়ও কি নাই?
নীল আকাশের জবান খুলিল,
আমাকে নিরালায় সে বলিল।
দেখ যখন আমার পানে চেয়ে,
ভুলে যাও আমায় চাঁদ তারাকে পেয়ে।
কত আদরে মায়ায় ভরে ডাকো ও চাঁদ মামা,
কষ্টের অনল জ্বলতে থাকলেও যায় না থামা।
প্রিয়জনের গলায় দাও আমার বুকের তারার মালা,
বেশি পুরি হৃদ মাঝে জমতে থাকে জ্বালা।
এত তো হল রাতে খেলা,
তাও ভুলে যাও দিনের বেলা।
সূর্য্য আসে নিয়ে উত্তাপ আর আলো,
দূরে থাকো যদি হয়ে যাও কালো।
শেষ বিকালে নদীর ধারে পাশেই রেখে তারে,
পলকবিহীন দৃষ্টিতে দেখ পশ্চিমের রক্তাক্ত আকাশ,
জানো কি সে ক্ষণটায় হয় আমার সকল কষ্টের প্রকাশ।
দিন কিংবা রাতে এমন কি সুপ্রভেও আমি সুখ দেখি নাই,
অদ্ভত হলে জানো কি তোমাদের মাঝেই আমি সুখ খুজে পাই।