বিষণ্ণতা আর নির্বাক মুখে আছি একা বসে,
হতাশার যন্ত্রনায় হৃদ আকাশটা যাচ্ছে যেন ধসে।
যায় না দেখা যায় না বলা এ কেমন দহন,
চাপা অনল চাপা কষ্ট হয় না আর সহন।
পলকহীন চোখে মৌমাছিকে দেখে প্রশ্ন করে যাই,
এতো কষ্টের মধু হারালেও তোমার কি কষ্ট নাই?
জবাবে বলিল মাছি দেখ আকাশ পানে চেয়ে,
পূর্ব থেকে রবিটা যাচ্ছে পশ্চিম দিকে ধেয়ে।
পৃথিবীকে আলোকিত করে জ্বালিয়ে তার দেহ,
কখন কি পারবে দিতে প্রতিদান তার কেহ।
প্রতিদান আদয়ের মত নয় সে একটুও স্বার্থপর,
হতাশা বল কষ্ট বল মানে তার কাছে হার।
আমি মাছি জোগাই মধু ফুলে ফুলে গিয়ে,
তোমরা মানব কাটো মধু গায়ে আগুন দিয়ে।
জ্বলে আগুন পুড়ি আমি পাই যে কত কষ্ট,
তোমার না খেলে মধু আমার হত অনেক নষ্ট।
মনের মাঝে জাগে তখন এক নতুন আশা,
যা হারিয়েছি পাব ফিরে বানালে আরেক বাসা।
উড়ে বেড়াই ঘুরে বেড়াই দেখতে নতুন আলো,
হতাশার আর কষ্টের স্মৃতি দুরে রাখাই ভাল।