নদীকে পিছনে রেখে,
সামনে দাড়ানো সবুজ গাছটাকে দেখে
মলি হাসি একে
নির্বাক গাছটাকে প্রশ্ন করলাম ভাই,
স্মৃতি আছে কিন্তু স্মৃতির মানুষটা কেন নাই?
জবাবে বলিল গাছ ছিড়ো একটা পাতা,
যার সাথে আমার দেহ এখন আছে গাঁথা।
সূর্যের আলো থেকে তারা আমায় ঢেকে রাখে,
বাতাস পেলে যারা  আবার দুলে দুলে নাচে।
যাদের দিয়ে খাদ্য তৈরি করে থাকি আমি,
মনে হয় আমার চেয়ে পাতাগুলোই দামি।


প্রথমে হয়তো আমি পাবো একটু ব্যাথা
গাছ ছাড়া পাতাটি হয়ে যাবে একা।
রক্ত ঝড়িবে আমার দেহ থেকে,
কষ্টে পাতাটি হয়তো যাবে একটু বেকে।
এক দিন দুদিন তিন দিন পর,
নতুন পাতা দিয়ে পুরণ হবে ঘড়।


প্রতিদিন ই ঝরে পাতা শত শত ভাই,
স্মৃতি থাকে পাতাগুলো কভু নাহি পাই।
বেচে থাকি হৃদয় মাঝে নিয়ে আশার আলো,
যাওয়া আসার দুনিয়াতে সব ভুলে থাকা ভাল।