চোখের মাঝে লুকায়িত এক বিন্দু জল,
কখনো তাপ্রকাশের মত থাকে না বল।
ঝরে হৃদ চোখে জ্বেলে দহন,
কারো হয় কারো হয় না সহন।
সেখানেই আবেগের হয় সৃষ্টি,
বিবেকহীন এক পলকময় হয় দৃষ্টি।
সাধের প্রাণ করতে দান,
বিসর্জন হতে থাকে বেগবান
স্মৃতিটুকু হৃদ আকাশে উড়িয়ে জীবনের লক্ষ্য ঘুড়িয়ে,
হতাশার আশ্রয়ে পরে লুটিয়ে।