কোন এক বিকেলে হাল্কা হাওয়ায় গাছের পাতা নড়ছে হেলে দুলে,
মৌমাছিরা মধুর খোজে ঘুরছে ফুলে ফুলে।
তুমি আমি হাঁটছি তখন গায়ের পথ ধরে,
পথগুলো ভরে ছিল গাছের পাতা ঝরে।
হঠাৎ তুমি দাঁড়িয়ে গেলে হাত দুটো ধরে,
বলেছিলে ভালবেসো আমায় এমন করে।
একদিন এক মেঘলা দিনে আমার পাশে বসে,
বলেছিলে ধরতে তোমার হাত দুটো কষে।
হঠাৎ যখন বজ্রপাতের শব্দ শুনতে পেেল,
সঙ্গে সঙ্গে আমার বুকে মাথা রাখতে গেলে।
বলেছিলে সেদিন তুমি শপথ নিয়ে মনে,
ভুলবে না আমায় তুমি জীবনের কোন ক্ষনে।
সেই সব ক্ষন, সেই সব স্মৃতি,
হয়ে গেছে অনেক আগেই জীবন থেকে ইতি।
জীবন তরে নেই স্মৃতি নেই স্মৃতির কেউ,
বুকের ভিতর আছে শুধু ভরা নদীর ঢেউ।