এক পৃথিবী এক আকাশ সব খানাতে সুখ,
আমার আকাশ মেঘে ঢাকা সব খানেতেই দুখ।
সবার আকাশ রৌদ্র উজ্জ্বল ঝাপটে পাখি ডানা,
আমার আকাশে মেঘের মাঝে ঝড় দেয় হানা।
আমার নদী নিরবধি শুকনো বালি চর,
সবার নদী পানি ভরা ছোট বড় ঘর।
আমার পাহাড় বরফ ঘেরা চূর্ণ হতে পারে,
সবাই বেশি চাপ দেয় ভেঙ্গে দিতে তারে।
আমার আখির ভেজা পাতা জল গড়িয়ে আসে,
সবার মুখে অট্ট হাসি সুখের বানে ভাসে।