মিষ্টি সুরে একটু দুরে ডাকছে একটা পাখি,
অপূর্ব সুন্দর ছিল তার দুটো আঁখি।
পাখির টানে মনে প্রাণে হল আমার লোভ,
ধরতে গিয়ে ব্যর্থ হয়ে মনে জাগলো ক্ষোভ।
শক্তি দিয়ে লাঠি নিয়ে দিলাম বাসায় হানা,
সঙ্গে সঙ্গে আঘাত লেগে ভেঙ্গে গেল তার ডানা।
হাতের মুঠোয় পেলাম তারে মন হল চঞ্চল,
বাসায় নিয়ে বানিয়ে দিলাম লোহার একটা ঘর।
লোহার ঘরে দিন ভরে ভাঁসায় তার আঁখি,
আদর করে নাম দিলাম তার ডানা ভাঙ্গা পাখি।
পাশে বসে কথা বলি মিটাতে মোর আশা,
হঠাৎ একদিন পাখিটি পেল কথা বলার ভাষা।
পাখি বলে যে ছলে করেছো নয়ন সিক্ত,
আমার হৃদয় শুধু মাত্র তোমার প্রতি ক্ষিপ্ত।
অভিশাপ দিলাম তোমায় আমি মনের গহিন থেকে,
তোমার মুক্তি তোমায় একদিন যাবে ফেলে রেখে।
সে দিন তুমি বুঝবে আমার ডানা ভাঙ্গার কষ্ট,
মুক্তি বিনে জীবন তোমার ধীরে হবে নষ্ট।