নিজেকে মানব থেকে অনেক দূরের মনে। মনে হয় এক মানবরূপী দানব।


হারিয়ে ফেলেছি আমি আমার মানবীয় গুন,
যেদিন করেছি নিজ হাতে নিজের মনকে খুন।
মনের বায়না বলা যায় না জমতে থাকে বেশ,
মনের পাশের যন্ত্রগুলো হতে থাকে শেষ।
কোথাও অনল কোথাও ক্ষত কোথাও উঠে ঢেউ,
মনের মালিক বুঝে শুধু আর বুঝে না কেউ।
পুড়ে ভৎসো ক্ষতে পচন ঢেউ এ ভাঙ্গে পাড়,
আমার কষ্ট আমার দহন কিছুই হয় না তার।
ঢেউ এর জল সেঁজে ঢল ঝড়তে চায় খুব,
চৈত্র খরায় বৃষ্টি ঝরায় ভেসে যায় বুক।