বুকের খোলা সীমান্ত তুমিই করেছো বন্ধ,
হৃদয়ে হৃদয়ে হয়েছিল একটু দন্দ।
আমার যুগল চোখে ছিল প্রেম খেলা,
তোমার চোখে ছিল শুধুই হেলা।
এসেছিলে কাছে স্বর্গ বেশে চলে গেলে আবার শেষে,
পরেই আছি আমি আমার আপন দেশে।
ঠান্ডা শটে স্থির হয়ে আছি,
তোমার কথা বুকে ব্যাথা নিয়ে বাঁচি।
ঢেউ ঢেউ ভাব পেল ব্যাথার স্বভাব আমাকে,
নিদারুণ খেলাচ্ছল নিলে বিজয় দিলাম তোমাকে।