সহজ ছিলাম সরল ছিলাম ছিলাম আমি সাদা,
নিজের ভিতর নিজের সাথেই মনটা ছিল বাঁধা।
কাটত জীবন দেখতাম ভূবন ঘুরে আমি একা,
সন্ধ্যার পরে তারার সাথে করতাম আমি দেখা।
বলতাম যত মনে কথা তারার কাছে আমি,
আমার কাছে সাবার চেয়ে তারাগুলোই দামী।
জীবন আমার চলতে ছিল তারার সাথে বেশ,
তোমার চোখে চোখ পরিতে হল সব শেষ।
চোখে চোখে কথা হত হত অনেক ভাব,
তোমার কাছে চলে এলাম হয় যদি লাভ।
চোখের ভাষায় কথা বল হাসি আঁক মুখে,
অনেক কথা জোমতে থাকে আমার ছোট্ট বুকে।
আশা নিয়ে ভাষা দিয়ে বলতে গেলাম তোমায়,
দুরে ঠেলে বললে তুমি হবে না একটুও সময়।
আশা আর কথাগুলো রেখে দিয়ে বুকে,
বলে দিলাম তোমায় আমি থাক তুমি সুখে।
পারি নি বলতে আমি কখনও মনে কথা,
কথা গুলো আজ হয়েছে মনের মাঝে ব্যাথা।