কালো আমাবস্যায় হারিয়ে গেছে চাঁদ,
ছলনার বেড়া জালে একি প্রেমের ফাঁদ।
মায়াবী হৃদ নদে দিয়েছিলাম ঝাপ,
মাশুলে জ্বলছি, ঘিরে ধরেছে পাপ।
জীবন্ত দেহে মৃত্যুর ঘ্রাণ করেছে সে দান,
অগ্নি জলে ডুবন্ত রয়েছে আমারি প্রাণ।
দুঃখের পরিমাণ হয়েছে বৃহৎ যত বড় আকাশ,
করুণ স্মৃতি বইতে গিয়ে ভারি হয়েছে বাতাস।