অবশেষে পরাজিত সৈনিকের বেশে উঠিলাম হাউ মাউ করে কেঁদে,
বুলেটের আঘাতে ছিদ্র হৃদয়টাকে অশ্রু দিয়ে বেঁধে।
অশ্রু রক্ত মিশে সাগরের বেশে সৃষ্টি হল ঢেউ,
তুফান এলে দেখি নেই আমি ছাড়া কেউ।
উপায় হারিয়ে দুহাত বাড়িয়ে উৎসর্গ করলাম নিজের আত্না,
কষ্ট থাকবে ভূবন তরে দিলে না একটুও পাত্তা।
ক্ষমা করো যদি পারো করো আমায় মাফ,
তাই বলে হৃদয় থেকে দেব না অভিশাপ।