মন গগনে মেঘ জমেছে মন নদীতে ঢেউ,
আমি ছাড়া মন জগৎ এর খবর নেয় না কেউ।
মনের দহন হয় না সহন জ্বলতে থাকে ধীরে,
অগ্নি শিখা জ্বালিয়ে দিয়েছে হৃদ গহীনের নীড়ে।
পুড়ছে হৃদয় বাড়ছে জ্বালা ছোট্ট দেহের তরে,
কষ্টগুলো অশ্রু হয়ে আঁখির কোনে ঝরে।
হৃদয়হীনা তুমি বিনা কেমন করে বাঁচি,
আসবে ফিরে হৃদয় তরে অপেক্ষাতে আছি।