মুখের কথায় প্রেম হয়েছিল চোখের দেখায় নয়,
প্রেমের আয়ু কত হবে মনে ছিল ভয়।
একদিন দুইদিন সপ্তাহ কয়েক ধরে,
প্রেমের বাজার পূর্ণ ছিল কথা দিয়ে ভরে।
মুখে মুখে কথা হত তৃপ্ত হত মন,
বুকের মাঝে সুখের আভাষ থাকতো সারাক্ষণ।
চোখের পাতায় উঠত তার কল্পিত ছবি,
উদাস হতাম আকুল হতাম গেলে ডুবে রবি।
হঠাৎ এক সন্ধ্যার ক্ষণে রবি ডুবে গেল,
চোখের পাতার তার ছবি উকি দিয়ে এল।
চক্ষু রেখে আমায় দেখে দিল মলিন হেসে,
ছবি তার গেল চলে চোখের জলে ভেসে।
হাসির মাঝে ফুটে উঠল ছলনার এক দৃশ্য,
সব হারিয়ে হৃদয় আমার হয়ে গেল নিঃশ্ব। নিঃশ্ব হৃদয় দিল বিদায় জীবন থেকে তারে,
মুখের কথার প্রেম কি আর দীর্ঘ হতে পারে???