ভাঙ্গা দেহ ভাঙ্গা হৃদয় ভাঙ্গবি কি রে আর,
কষ্টের চাদর গায়ে রাখি যা পাহাড় সমান ভার।
দুটি আঁখি ভেজা রাখি ভেজাবি কি রে আর,
আঁখির কোণে জমে থাকে জলের তৈরী হার।
মন গগন মেঘে ঢাকা বৃষ্টি ঝরে রাতে,
বৃষ্টির জল ঢেউ খেলে চাঁদ তারার সাথে।
শূন্য হৃদয় পূর্ণ আমার কষ্টের চাদর দিয়ে,
সইতে পারবো এ দহন আরো কষ্ট নিয়ে।
দিতে পার আরো অনল  যদি পাও সুখ,
খুলে দেব হৃদয় তালা পেতে দেব বুক।