পাখির ছানা মেলে ডানা আকাশ পানে উড়ে,
মুক্ত মন বেড়িয়ে বন ঘরে ফিরে  ঘুরে।
ক্লান্ত হলে মায়ের কোলে শান্তি খুঁজে পায়,
দুচোখ জুড়ে নিদ্রা আসে স্বপ্নতে হারায়।
আমার চোখ জ্বলন্ত দোযখ ঘুম নাহি আসে,
ঠকের রেশ বন্দি বেশ চোখের সামনে হাসে।
দেখে হাসি ফিরে আসি ছলনার দেশে,
যেথায় এসে ভালবেসে ছিলে নীলাম্বরীর বেশে।
ছিল বদন যেন রদন এই বুঝি ভ্রমর আসে!
বচন তার এত ভার কাঠের পুতুল হাসে।
দেখে গুন হলাম খুন প্রেমের জালে পড়ে,
সুপ্ত জ্ঞান গুপ্ত হল বিবেক গেল মরে।
হয়ে নিচু নিয়ে পিঁছু মিটাতে মনের দায়,
পরে দেখি সে একি মনেতে শুধু খাঁই।
কে জানে তত ক্ষণে হয়েছি আমি নিঃস্ব,
আর্তনাদে ঘুরে দাঁড়িয়ে দেখিলে তুমি দৃশ্য।
কে আমি কতটা দামী হীন গণ্য করে,
সেই গেলে আমায় ফেলে আপন পথ ধরে।