মেঘের বাড়ি যাব আমি মেঘ আনবো কিনে,
রাত টুকু আজ যাকনা কেটে যাত্রা করবো দিনে।
মেঘের দেশে বণিক বেশে বাণিজ্য আমি করবো,
সস্তা মেঘের বস্তা রেখে দামি গুলো ধরবো।
স্বপ্ন নিয়ে যাত্রা দিয়ে পৌঁছে গেলাম দেশে,
চারপাশে তার আলোর বেড়া পাহারাদারের বেশে।
ব্যার্থ হয়ে খালি হাতে আমি আসলাম ফিরে,
মুখ তার পুরা হাড় কাঁদতে থাকে ধীরে।
দেখতে হাসি আমি আসি ফন্দি একটা ধরে,
মেঘ হবে জল দিয়ে যা আমার চোখ ঝরে।
তাইতো আমি আজও কাঁদি দেখতে তোমার হাসি,
হিয়া থেকে বলতে পারি অনেক ভালবাসি তোমায় অনেক ভালবাসি।