একটা বালক নিয়ে পালক করতে ছিল খেলা,
সকাল নয় দুপুর নয় ঠিক বিকেল বেলা।
নদীর পাড় উঁচু য়ার স্রোত ছিল উগ্র,
নদীর শব্দ অনবদ্য ঢেউ ছিল তীব্র।
হাসি এঁকে পালক দেখে খেলতে ছিল বেশ,
ধমকা হাওয়া করল ধাওয়া খেলা হল শেষ।
পালক উড়ে পরল দুরে চলল স্রোতের সাথে,
বালকটি চায় পালকটি নাই তার যে ঐ হাতে,
অবুঝ শিশু ধরল পিছু পালক যেথায় যায়,
চোখের পলক লাগলো ঝলক পালকটি আর নাই।
একটু দুরে বামে ঘুরে পালকটি দেখতে পায়,
ঘূর্ণিপাকে যদি থাকে পালকটি হারাবে হায়!
চিন্তা নয় যা হয় ভেবে দিল এক ঝাঁপ,
জলে পড়ে পালক ধরে সজোরে দিল হাঁক।
ঘূর্ণি দিয়ে নিচে গিয়ে হারালো ঘূর্ণিপাকে,
জীবন দিল সুখ পেল পালক নিয়ে সাথে।
প্রিয়র জন্য ত্যাগ করল জীবন করল দান,
শিক্ষা দিল অবুঝ বালক রাখতে প্রিয়র মান।