এই তো সেদিন নিঃশ্বাসকে প্রশ্ন
করেছিলাম কতটুকু বিশ্বাস করতে পারি
তোমায়।
উত্তরে নিঃশ্বাস বলেছিল আমায়:
এসেছি দেহে তোমার দিতে আমি বল,
করিতে নিস্তেজ দেহ অগ্নিতুল্য
উত্তাল।
দেখিতে কর্ম কতটুকু বুঝ  মর্ম ধরা তরে,
আমি তো নিঃশ্বাস করিবো বিশ্বাস
দেখার পরে।
সুখেতে হাসো মানব ভালবাস আমিও
বাসি তাই,
জোরে যাই আসি মলিন হয় হাসি যখন
কর খাঁই।
আমি আছি চাই তো বাঁচি দেহে
তোমা,
ধীরে ধীরে হারাতে ভীড়ে হচ্ছে
অধর্ম জমা।
আমার ঠাঁই দেখি নাই যাব দেশে,
থাক পরে মাটি ধরে আগের বেশে।
যার সাথে জনম জনম ভরে এক সাথে
থাকার পরও  নিজের স্বার্থের কারণে
চলে যাবে।
সেখানে তুমি তো তুচ্ছ সম্পর্কের
তুমি কেনইবা থাকবে!!!!