ছোট ছোট ক্লেশ করে দেয় শেষ দামী এ চিত্ত,
বৃষ্টি হীন অম্বর শুষ্ক বালুর সম্ভার লোচন জলে সিক্ত।
বিন্দু বিন্দু জল হয়ে পাহাড়ি ঢল ভাসে নাসিকার পাড়,
বিষাদী জল যান বিরহের মত তান কষ্টেরা বয়ে  দাঁড়।
জলে ঢেউ দেখে না কেউ আচরে পরে তটে,
জীবন তরে শুধুই না বলা কষ্টের ইতিহাস ঘটে।