সৃষ্ট আত্না পেলে বার্তা দেহে তাহার ঠাঁই,
ঢুকে পড়ল দেহের ভিতর উপায় তো আর নাই।
নিজের স্বার্থে দেহের ভিতর করল জীবন চাষ,
ছোট্ট দেহ বৃদ্ধি পেল যেতেই কয়েক মাস।
যত্ন করে পোষে দেহ থাকতে সুখে বেশ,
হঠাৎ একটা আওরা হাওয়া করলো সবি শেষ।
যত্নের দেহে করলো আঘাত একটা গাড়ির চাকা,
পা দুটো তার পড়ল দুরে ঘাড়টি হল বাঁকা।
বন্ধ হল মুখে ভাষা বন্ধ হল চলন,
আত্ন ভাবলো এমন দেহে আর হবে ফলন।
ফেলে রেখে দেহখানি আত্না চলে গেল,
হাজার হাজার পিঁপড়া এসে তাহার দেহ খেল।
সময় হলে সবাই যাবে দিয়ে মোদের ফাঁকি,
কাছের জিনিস দুরে গেলে লজ্জা কি দিয়ে ঢাকি??