সুরেলা শব্দে ঘুম ভাঙ্গিয়া গেলো- প্রভাতকালে,
চাহিয়া দর্শিলাম ডাহুক উড়িয়া যায়, খোলা আকাশে।
জানালা খুলিয়া চাহিয়া অপলক নয়নে,
বিমুগ্ধ  হইয়া ভাবিতেছিলুম  পাখির স্মরণে।


আকাশে উড়ে উড়ে দেখ কত কি,
উড়ালপথে রইবো বসে আমি একাকী।
কবির রুপকে, কবিতার প্রতীকে নির্বাসিত তুমি চিরবিরহী কাব্য।
কি বিমোহ চাহনি তোমার, বিষণ্ণতায় বিভোর।


অনিন্দ্য অনবদ্য তুমি হে-
অনন্য পালক শোভিত দেহ।