আদম হয়ে বেড়াচ্ছি আদম বয়ে , মানুষ হয়ে দেহ,
জীবন নামের পোশাক পড়ে, করছি দাফন কেহ।
লোভে চকচক করছে চোখ, অহংবোধ এ কেশ,
জীবন গেলে দেহ  শ্রী গলে , মানুষ হয়ে শেষ।
আদম হয়ে টানছি আদম, মানুষ হয়ে দেহ,
মানুষ হয়ে মারছি মানুষ,  হায়েনা হয়ে কেহ।


ওহে আদম, ওহে মানব....
ওহে লোভী,  ওহে অহং....


দেহের হবে বয়স, মনের রবে ভাবনা,
মিছে যা কিছু, ছিলো তাহা ওরে কামনা।


আদম হয়ে বেড়াচ্ছি আদম বয়ে, কালিন হবে না এ কালে ।
ও ওহে....