দু' জুতের এক ঘুড়ি বানাইয়া, সাঁইজি মোরে দিছে ছাড়িয়া রে।
এক সুঁতার মানব লাটায় লইয়া, সাঁইজি মোরে বান্ধিয়াছে রে।
আকাশ পানেই উঠছি যতো মতের ফারাক ততো ।
গুরু আমায় জাপটে ধরো, গিট আমার হলো গত ।
বাতাস যত দিচ্ছে চাপ,গুরু আমায় করো মাফ ।
গুরু তোমা জাপটে ধরি, লাটায় তুমি করো খালি ।
দু' জুতের এক ঘুড়ি বানাইয়া, সাঁইজি মোরে দিছে ছাড়িয়া রে।
এক সুঁতার মানব লাটাই লইয়া, সাঁইজি মোরে বান্ধিয়াছে রে।