জন্ম হলো সত্যের মরণ,
মরণ হলো আত্মার জনম ।
দো তারাতে দেহের কম্পন, এক তারাতে মনের জখম । আয়নাতে হয় হয় নারীর শ্রী, কর্মে পুরুষের উর্বর গিরি।
ওরে মন বুঝায় তারে, পরমাত্মা কি সে ঘরে।
ওরে মন বুঝায় তারে, দেহাত্মা কি সে চলে।